ইউজিসি আবাসিক এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আবাসিক এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
আজ (১৭ আগস্ট) সকালে রাজধানী মিরপুর ১৪ নম্বরে অবস্থিত ইউজিসি আবাসিক এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমিশনের প্রশাসন বিভাগের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপন করেন।
করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সংক্ষিপ্ত পরিসরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, কমিশনের যুগ্ম সচিব ও ইউজিসি আবাসিক এলাকা কল্যাণ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।