ঢাবি’র বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আহমদ কবিরের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আহমদ কবিরের মৃত্যুতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন। অধ্যাপক আহমদ কবির গতকাল (০৩ জানুয়ারি ২০২১ তারিখ) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন যে, বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। অধ্যাপক আহমদ কবিরের মৃত্যু উচ্চশিক্ষা বিশেষ করে বাংলা ভাষা ও সাহিত্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। ইউজিসি চেয়ারম্যান তাঁর বিদেহী আত্মার মাগফিরাত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।