যুক্তরাষ্ট্র দূতাবাসের সাথে ইউজিসি’র সভা
দেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্র দূতাবাসের সাথে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এক সভা আজ বৃহস্পতিবার (৬ মে) অনুষ্ঠিত হয়েছে।
ভার্চুয়াল প্লাটফর্মের ওই সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের কালচারাল অফিসার জসুয়া ক্যাম্প, কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট রায়হানা সুলতানা, ইংলিশ ল্যাংগুয়েজ প্রোগাম কো-অর্ডিনেটর শাওন কর্মকার যুক্ত ছিলেন।
সভায় বাংলাদেশ এবং আমেরিকার বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধি, যৌথ গবেষণা পরিচালনা, ডিগ্রি প্রদান, উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ে সমঝোতা ও চুক্তি বিষয়ে আলোচনা হয়। উচ্চশিক্ষা ও গবেষণা সহযোগিতা বিষয়ে ইউজিসি’র সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর এর বিষয়ে আলোচনা হয়।
এছাড়া শিক্ষক এবং শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বাড়াতে বিনা মূল্যে অনলাইন কোর্স ও ম্যাটেরিয়ালস সরবরাহ বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।