১৫ আগষ্ট জাতীয় শোক দিবস
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে প্রতিপালন উপলক্ষ্যে আগামী ১৫ আগষ্ট ২০২১ তারিখ রবিবার সকাল ১০:৩০টায় ইউজিসি ভবনে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হবে।
একই তারিখ বেলা ১১:০০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় প্রফেসর ড. আতিউর রহমান, বঙ্গবন্ধু চেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা এবং সাবেক গর্ভনর, বাংলাদেশ ব্যাংক মূল বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন। প্রফেসর ড. কাজী শহিদুল্লাহ, মাননীয় চেয়ারম্যান, ইউজিসি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। কমিশনের বিজ্ঞ সদস্য মহোদয়গণ উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। ড. ফেরদৌস জামান, সচিব(অতিরিক্ত দায়িত্ব), ইউজিসি ভার্চুয়াল অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকবেন।