ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যান এর শোক প্রকাশ
প্রকাশন তারিখ
: 2020-05-07
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যান এর শোক প্রকাশ
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নাজমুল করিম চৌধুরী এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
আজ (৭ মে ২০২০ তারিখ) এক শোক বার্তায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ বলেন, অধ্যাপক নাজমুল করিম একজন স্বনামধন্য শিক্ষাবিদ ও মানবিক গুণাবলী সম্পন্ন গুণী ব্যক্তি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষকের মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
ইউজিসি চেয়ারম্যান তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ফারইস্ট ইউনিভার্সিটির উপাচার্য আজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বলে গনমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।