সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ নভেম্বর ২০২৪
ইউজিসিতে স্বৈরাচার সময়ের নিপীড়ন থেকে দায়মুক্তি
প্রকাশন তারিখ
: 2024-11-20
স্বৈরাচার আমলে দেশের সকল প্রতিষ্ঠানে স্বৈরাচারপন্থী এবং তোষামোদকারী ব্যক্তিদের পদোন্নতি/ পদোন্নয়ন দিয়ে উচ্চপদে উন্নীত করা হয়েছে। অনেক ক্ষেত্রে নিতান্ত অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করা হয়েছে। এভাবে প্রতিষ্ঠানসমূহকে প্রকারান্তরে ধ্বংস করা হয়েছে। দেশের উচ্চশিক্ষার দেখভালকারী শীর্ষ প্রতিষ্ঠান ইউজিসিতেও সুদীর্ঘ ১৫ বছর স্বৈরাচারপন্থী এবং তোষামোদকারী ব্যক্তিদের কোন কোন ক্ষেত্রে নিয়মনীতি বরখেলাপ করে পদোন্নতি/ পদোন্নয়ন দেওয়াসহ সিন্ডিকেট আকারে নানান সুযোগ-সুবিধা প্রদান করা হয়ে আসছে।
অন্যদিকে যোগ্যতাসম্পন্ন, ভিন্ন মতাদর্শী এবং প্রতিবাদী কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি/ পদোন্নয়নসহ প্রাপ্য অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। তাঁদের প্রতি ইউজিসি কর্তৃপক্ষ বরাবরই রক্তচক্ষু প্রদর্শন করেছে। সুযোগ্য ও জ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও সেইসব কর্মকর্তাদের বারবার পদোন্নতির মৌখিক পরীক্ষায় অংশ নিলেও তাঁদেরকে অযাচিত ও বিব্রতকরভাবে পদোন্নতি দেওয়া হয়নি, তাঁদেরকে কর্মবিহীন রেখে পারফরম্যান্স প্রদর্শনের সুযোগ দেওয়া হয়নি এবং কোনো ক্ষেত্রে তাঁদের গুণগত মানসম্পন্ন কাজের কৃতিত্বের স্বীকৃতি দেয়া হয়নি এবং নিপীড়নমুলক আচরণ করা হয়েছে যা তাঁরা মুখ বুজে সহ্য করেছেন। এভাবে বঞ্চনা ও নিপীড়নের যে দায়মুক্তি ঘটেছে, তা স্মরণকালে কখনো দেখা যায়নি।
ছাত্র-জনতার বিপ্লবের/ গণঅভ্যুত্থানের মাধ্যমে ৫ই আগস্ট ২০২৪ বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হলে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ইউজিসিতে নতুন কর্তৃপক্ষ নিয়োগ করা হয়েছে। এই সদাশয় কর্তৃপক্ষ নিয়ম ও বিধি অনুসরণ করে স্বৈরাচার সময়ে বঞ্চনা ও নিপীড়নের শিকার সেইসব কর্মকর্তা-কর্মচারীদের প্রথম পর্যায়ে একাংশকে তাঁদের প্রাপ্য পদোন্নতি/ পদোন্নয়ন প্রদান করেছেন। সেই সাথে বর্তমান সুযোগ্য কর্তৃপক্ষ সকলকে অফিসে শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশের উচ্চশিক্ষাকে গতিশীল করতে তাদেরকে অনুপ্রাণিত করছেন।
অতি সম্প্রতি বৈষম্যের শিকার কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি/ পদোন্নয়ন প্রদান করার অব্যবহিত পরেই কিছু সংবাদ মাধ্যমে নেতিবাচক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ভুল বার্তা দিচ্ছে বলে আমরা মনে করি। স্বৈরাচার সময়ে যারা কর্তৃপক্ষের আশীর্বাদে উচ্চপদে উন্নীত হয়েছিলেন, তাঁরা এই সব কর্মকাণ্ডে লিপ্ত থাকতে পারেন। বিষয়টি ইউজিসি কর্তৃপক্ষের নজরে রয়েছে এবং গঠনমূলকভাবে ইউজিসিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।
মোহাম্মদ আব্দুল মান্নান
উপপরিচালক
জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ