Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ ডিসেম্বর ২০২০

শহিদ বুদ্ধিজীবীদের প্রতি ইউজিসি’র শ্রদ্ধা নিবেদন


প্রকাশন তারিখ : 2020-12-15

শহিদ বুদ্ধিজীবীদের প্রতি ইউজিসি’র শ্রদ্ধা নিবেদন

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আজ ১৪ ডিসেম্বর ২০২০ সোমবার শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর-এর নেতৃত্বে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তাদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ এবং শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় ইউজিসি সদস্য ও ইউজিসি মুজিব জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, এসপিকিউএ বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মো. কামাল হোসেন, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. ওমর ফারুখ ও সাধারণ সম্পাদক ড. মোঃ মহিবুল আহসান, ইউজিসি মুজিব জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটির সদস্য-সচিব বিষ্ণু মল্লিক, ইউজিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামসহ কমিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।