Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ August ২০২১

ই-রিসোর্স ব্যবহার বিষয়ে এনডিএলআই’র সাথে সমঝোতা স্মারক সই করবে ইউজিসি এনডিএলআই ই-রিসোর্স প্লাটফর্মে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন ও ৪র্থ শিল্প বিপ্লবের উপর একাধিক ওয়েবিনার আয়োজন করবে


প্রকাশন তারিখ : 2021-08-25

-রিসোর্স ব্যবহার বিষয়ে এনডিএলআই সাথে সমঝোতা স্মারক সই করবে ইউজিসি

এনডিএলআই -রিসোর্স প্লাটফর্মে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন ও ৪র্থ শিল্প বিপ্লবের উপর একাধিক ওয়েবিনার আয়োজন করবে

 

ই-রিসোর্স ব্যবহার বিষয়ে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অব ইন্ডিয়ার (এনডিএলআই) সাথে বাংলাদেশ বিশ্ববদ্যিালয় মঞ্জুরী কমিশন শীঘ্রই একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে।

ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত আজ (মঙ্গলবার) এক সভায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন। সভায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোস্তফা আজাদ কামাল, কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, আইএমসিটি বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, এনডিএলআই-এর প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্রফেসর পার্থ প্রতীম চক্রবর্তী, জয়েন্ট প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্রফেসর পার্থ প্রতীম দাস, কো-প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড. প্লাবন কুমার ভৌমিক, চীফ টেকনিক্যাল অফিসার নন্দ গোপাল চক্রবর্তী ও চীফ ইন্টারন্যাশনাল আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন অফিসার অনির্বাণ শর্মা যুক্ত ছিলেন।

সভায় প্রফেসর ড. সাজ্জাদ হোসেন বলেন, এই উপমহাদেশে জ্ঞান বিনিময়ে ভারত বেশ এগিয়ে রয়েছে। ডিজিটাল প্লাটফর্মে প্রযুক্তি শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে তাদের সমৃদ্ধ রিসোর্স রয়েছে। ই-রিসোর্স সমঝোতার মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সহজে গুণগত মানসম্পন্ন রিসোর্স ব্যবহার করতে পারবেন। এনডিএলআই’র ই-রিসোর্সে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রবেশাধিকার দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতকে আরো এগিয়ে নিতে সহায়ক হবে।  তিনি আরো বলেন, মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এনডিএলআই’র সাথে সমঝোতা স্বারক ইউজিসি ও দেশের বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় অর্জন।  

সভায় প্রফেসর পার্থ প্রতীম চক্রবর্তী বলেন, এনডিএলআই এর প্রায় ৭৫ মিলিয়ন ই-রিসোর্স রয়েছে। এর মধ্যে ৫০ মিলিয়ন ই-রিসোর্স উন্মুক্ত প্রবেশাধিকার লাইসেন্সের অধীনে রয়েছে। এনডিএলআই ই-রিসোর্স ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩ মিলিয়ন। ই-রিসোর্স সমঝোতার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরো উন্মুক্ত হবে।

প্রফেসর পার্থ প্রতীম মুজিব বর্ষ উপলক্ষ্যে তাদের ই-রিসোর্স প্লাটফর্মে বঙ্গবন্ধু কণার স্থাপন ও ৪র্থ শিল্প বিপ্লবের উপর একাধিক ওয়েবিনার আয়োজন করবে বলে সভাকে অবহিত করেন

উল্লেখ্য, ইউজিসি ডিজিটাল লাইব্রেরির আওতায় দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববদ্যিালয়সহ ৯৫ টি প্রতিষ্ঠান প্রায় ৩৫০০০ ই-রিসোর্স ব্যবহার করছে।