Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ সেপ্টেম্বর ২০২১

ঢাবি’র সাবেক অধ্যাপক গোলাম মাওলার মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক


প্রকাশন তারিখ : 2021-09-15

ঢাবি’র সাবেক অধ্যাপক গোলাম মাওলার মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক

ঢাকা বিশ্ববদ্যিালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. গোলাম মাওলা- এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

অধ্যাপক মাওলা গতকাল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

উল্লেখ্য, ড. গোলাম মাওলা ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। বিশিষ্ট এ শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাবি’র পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন।

এক শোক বার্তায় ইউজিসি চেয়ারম্যান বলেন, অধ্যাপক গোলাম মাওলা অত্যন্ত বিনয়ী ও সদালাপী ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি প্রশাসনিক দায়িত্বও সফলতার সাথে পালন করেন।

ইউজিসি চেয়ারম্যান মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।