Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জুলাই ২০১৮

কার্যক্রম : বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ

 

একবিংশ শতাব্দীর উচ্চ শিক্ষার ক্রমবর্ধমান চাহিদা পূরনে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা পর্যাপ্ত নয়। এ চাহিদা পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকার দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ (যা ১৯৯৮ সালে সংশোধিত) প্রণয়ন করে। তবে এ আইনটি ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় মানসম্মত শিক্ষা, স্বচ্ছতা, জবাবদিহীতা, গতিশীলতা এবং সর্বোপরি সু-শাসন নিশ্চিত করতে সক্ষম হয়নি। এরই পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ পাশ হয়।

 

বর্তমানে দেশে ঢাকায় ৫২টি এবং অন্যান্য স্থানে ৪৩ টিসহ সর্বমোট ৯৫ টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। সরকার দেশের প্রতিটি জেলায়  কমপক্ষে 1টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের উপর গুরুত্বারোপ করেছেন। উচ্চ শিক্ষা, গবেষণা এবং এতদসংক্রান্ত সুযোগ সুবিধাদি গ্রামাঞ্চলের জনগণের কাছে পৌছে দেয়ার জন্য এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য যে, উচ্চশিক্ষায় দেশের ৩২ লক্ষ শিক্ষার্থীর মধ্যে প্রায় 4 লক্ষ শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে অধ্যয়নরত আছে।

 

বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের একাডেমিক, প্রশাসনিক এবং আর্থিক বিষয়ের ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কাজ বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ করে থাকে। এ বিভাগের প্রধান কার্যাবলী নিম্নরূপ:

 

 • একাডেমিক, প্রশাসনিক এবং আর্থিক বিষয়ে সু-শাসন নিশ্চিত করা;
 • শিক্ষার মান বৃদ্ধি করা;
 • প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় সমূহের প্রস্তাব যাচাই-বাছাই করা;
 • প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়সমূহের ভৌত অবকাঠামো এবং সুযোগ সুবিধাদী পরিদর্শন করা এবং সরকারের নিকট এতদসংক্রান্ত প্রতিবেদন দাখিল করা;
 • প্রস্তাবিত প্রোগ্রাম সমূহের কারিকুলাম এবং সিলেবাস অনুমোদন দেয়া;
 • বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহে আকস্মিক এবং নিয়মিত পরিদর্শন করা;
 • শিক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করা;
 • বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে সিন্ডিকেট সদস্য মনোনয়ন দেয়া এবং সিন্ডিকেট সংক্রান্ত দিক-নির্দেশনা দেয়া;
 • বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, পদোন্নতি, শিক্ষার্থী ভর্তি ইত্যাদি সংক্রান্ত বিধি বিধান এবং দিক-নির্দেশনা দেয়া;
 • বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহে অভিন্ন গ্রেডিং সিস্টেম তদারকি করা;
 • বিভিন্ন প্রোগ্রাম সমূহের স্ট্যান্ডার্ড কারিকুলাম  প্রস্তুতের জন্য দিক-নির্দেশনা দেয়া;
 • শিক্ষার মান নিশ্চিতের জন্য দিক-নির্দেশনা দেয়া;
 • নিয়ম বহির্ভূত র্কাযক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা;
 • কমিশনের ওয়েবসাইটে বেসরকারি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যাবতীয় র্কাযক্রমের তথ্য হালনাগাদ করা।

 

বিভাগের গঠন : বিভাগীয় প্রধান হিসেবে একজন পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপ-পরিচালক, সিনিয়র সহকারী পরিচালক, সহকারী পরিচালক এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সমন্বয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ গঠিত।