Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st ফেব্রুয়ারি ২০২১

ঢাবি’র সাবেক অধ্যাপক ড. এবিএম মাহমুদের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক


প্রকাশন তারিখ : 2021-02-19

ঢাবি’র সাবেক অধ্যাপক ড. এবিএম মাহমুদের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও ইউজিসি প্রফেসর ড. এবিএম মাহমুদের মৃত্যুতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

 

ইউজিসি চেয়ারম্যান বলেন, ড. এবিএম মাহমুদ সরাসরি আমার শিক্ষক ছিলেন। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইতিহাসবিদ, ব্রিটিশ-ভারতের ইতিহাস বিশেষজ্ঞ ও প্রখ্যাত গবেষক ছিলেন।

 

তিনি শ্রেণিকক্ষে অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক ছিলেন। তিনি অত্যন্ত সৎ, নিবেদিতপ্রাণ, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন গুণী শিক্ষক ছিলেন বলে ইউজিসি চেয়ারম্যান জানান।

 

ইউজিসি চেয়ারম্যান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

   

ড. এবিএম মাহমুদ ২০১৩-২০১৫ সালের জন্য ইউজিসি প্রফেসর হিসেবে মনোনীত হন। এছাড়া, ঢাবির ইতিহাস বিভাগে অধ্যাপক ড. এবিএম মাহমুদের নামে স্বর্ণপদক প্রবর্তন করা হয়েছে।

 

উল্লেখ্য, তিনি গতকাল (১৮ ফেব্রুয়ারি ২০২১) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।