Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ মার্চ ২০২৩

অস্ট্রেলিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন ইউজিসির সদস্য ড. সাজ্জাদ হোসেন


প্রকাশন তারিখ : 2023-03-12

অস্ট্রেলিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন ইউজিসির সদস্য ড. সাজ্জাদ হোসেন

 

বাংলাদেশে উচ্চশিক্ষার প্রসারে অনবদ্য অবদান রাখায় অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড (এএবিএল) পেয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন।

 

শনিবার (১২ মার্চ) এএবিএল- এর ভাইস প্রেসিডেন্ট স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রফেসর ড. সাজ্জাদ হোসেনের অ্যাওয়ার্ড প্রাপ্তির তথ্য প্রকাশ করা হয়।

 

উল্লেখ্য, ড. সাজ্জাদ হোসেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডেরও (বিএসসিএল) একজন পরিচালক। তিনি ১৯৬৮ সালের ১৬ ডিসেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।

 

প্রফেসর সাজ্জাদ হোসেন মস্কো টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি এবং যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং- এ মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় কোয়ান্টাম কম্পিউটিং, ইন্টারনেট অব থিংস, ন্যানো টেকনোলজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডাটা প্রযুক্তি ইত্যাদি। তিনি এডুকেশন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ- এর সভাপতির দায়িত্ব পালন করছেন।