Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st ফেব্রুয়ারি ২০২১

ভাষা শহিদদের প্রতি ইউজিসি’র শ্রদ্ধা নিবেদন


প্রকাশন তারিখ : 2021-02-21

ভাষা শহিদদের প্রতি ইউজিসি’র শ্রদ্ধা নিবেদন

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

 

রবিবার সকালে কমিশনের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও মুজিব জন্মশতবার্ষিকী উৎযাপন কমিটির সদস্যবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

 

এসময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. মো. আবু তাহের, সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. কামাল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ও ইউজিসি অফিসার্স এসোসিয়েশন ভারপ্রাপ্ত সভাপতি মো. ওমর ফারুখ, সাধারণ সম্পাদক ড. মো. মহিবুল আহসান, মুজিব জন্মশতবার্ষিকী উৎযাপন কমিটির সদস্য সচিব বিষ্ণু মল্লিক, চেয়ারম্যানের একান্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অমর একুশে উৎযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।