Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ এপ্রিল ২০২৪

ইউজিসি অফিসার্স এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2024-04-29

ইউজিসি অফিসার্স এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

 

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠান আজ (২৮ এপ্রিল ২০২৪) ইউজিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

 

ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড.বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. হাসিনা খান এবং ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন। বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ জামিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মোঃ ওমর ফারুখ, সাধারণ সম্পাদক ড. মো. মুহিব্বুল আহসান ও সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক মোঃ গোলাম দস্তগীর বক্তব্য দেন। ইউজিসি’র বিভিন্ন বিভাগের পরিচালক, সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

 

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, ইউজিসি জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া একটি অনন্য প্রতিষ্ঠান। একটি মেধাভিত্তিক জাতি গঠনে ভূমিকা রাখতে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে ইউজিসি প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে নির্বিঘ্ন সেবা প্রদান করতে ইউজিসি’র সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি আহবান জানান। ইউজিসি দক্ষতার সাথে সেবা দিতে পারলে দেশের উচ্চশিক্ষা খাতও এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।    

 

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ইউজিসি অফিসার্স এসোসিয়েশনের দশম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১১ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।