Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুন ২০২২

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্পের পর্যালোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2022-06-29

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্পের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

 

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্পের ডিপিপি পর্যালোচনা কমিটির সভা আজ (বুধবার) ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

পর্যালোচনা কমিটির সভায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: নাছিম আখতার, ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক ড. দূর্গা রানী সরকার, উপপরিচালক রোকসানা লায়লা এবং একই বিভাগের সহকারী পরিচালক রেহান উদ্দীন নাগরী উপস্থিত ছিলেন।

সভায় প্রকল্পের প্রাথমিক তথ্যাদি, অঙ্গভিত্তিক ব্যয় এবং জমি অধিগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জন্য বিভিন্ন অনুষদের অধীন বিভাগ ও ইনস্টিটিউটের ভৌত অবকাঠামো সুবিধা সৃষ্টির বিষয়গুলো বিস্তারিত আলোচিত হয়।

বিস্তারিত আলোচনা শেষে ইউজিসি’র পক্ষ থেকে প্রকল্পে প্রকিউরমেন্ট প্ল্যান সংযোজন, পিআইসি/পিএসসি গঠন ও সভার আয়োজন এবং বছরভিত্তিক বিভাজন ঠিক করতে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়।